প্রথম জাতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার(১৯৭৩-৭৮) আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে বীজের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে ১৯৭৪ সালের ২২ জানুয়ারী বীজ অনুমোদনকারী সংস্থা প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে ২২ নভেম্বর ১৯৮৬ তারিখে এর নামকরণ.,’বীজ প্রত্যয়ন এজেন্সি’’ করা হয় ।সরকারি ও বেসরকারি পর্যায়ে উৎপাদিত ও বাজারজাতকৃত নিয়ন্ত্রিত ফসলের (ধান,গম,পাট,আলু,আখ,মেস্তা ও কেনাফ) বীজের প্রত্য়যন ও মান নিয়ন্ত্রনে সংস্থাটি গুরুত্বপূর্ণ. ভুমিকা পালন করে আসছে ।.জাতীয় বীজনীতির . আলোকে দেশে একটি শক্তিশালী বীজ শিল্প গড়ে তোলার নিমিত্তে এর প্রত্যয়নসেবা,ফসলের জাত পরীক্ষাপূর্বক ছাড়করণ/নিবন্ধন থেকে শুরু করে মাঠ পরিদর্শ.ন ও প্রত্যয়ন,পরীক্ষাগারে ও কন্ট্রেল খামারে বীজের মান পরীক্ষা,প্রত্যয়ন ট্যাগ ইস্যুকরণ,মার্কেট মনিটরিং এবং বীজ আইন ও বিধিমালা লংঘনকারীদের বিরুদ্বে ব্যবস্থাগ্রহণ সম্প্রসারিত।সংস্থাটির সকল কারিগরী কর্মকান্ড বীজ অধ্যাদেশ ১৯৭৭,জাতীয় বীজনীতি ১৯৯৩,বীজ আইন (সংশোধন) ১৯৯৭,বীজ বিধিমালা ১৯৯৮,বীজ আইন (সংশোধন) ২০০৫ ও জাতীয় বীজ বোর্ডের সিদ্বান্ত অনুযায়ী পরিচালিত হয়ে আসছে । সারাদেশে প্রতিষ্ঠালগ্নে ৩০টি ফিল্ড অফিসের মাধ্যমে বিভাগটির কার্যক্রম পরিচালিত হত ।সম্প্রতি দেশের ৬৪টি জেলায় বীজ প্রত্যয়ন এজেন্সির অফিস স্থাপিত হয়েছে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রিভিজিট এর মাধ্যমে ২০১৪ সালের ২৯ অক্টোবর থেকে গাইবান্ধা জেলায় নতুন অফিসের কার্যক্রম শুরু হয় ।বিসিএস কৃষি ক্যাডারের ৩জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারী সমন্বয়ে এ অফিস পরিচালিত হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS